Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

নাগেশ্বরী মিনি হ্যাচারিনাগেশ্বরীকুড়িগ্রাম এর সংক্ষিপ্ত বিবরণ

জেলা

:

কুড়িগ্রাম।

উপজেলা

:

নাগেশ্বরী

এলাকা

:

ফকিরের হাট, নেওয়াশী।

অবস্থান

:

নাগেশ্বরী বাসস্ট্যান্ড হতে হতে ৪.০ কি.মি. দূরত্বে নেওয়াশী ইউনিয়নের ফকিরের হাট এর পাশে পাকাসড়ক এর পূর্বপাশে অবস্থিত।

পুকুরের বিবরণ

:

খামারের মোট আয়তন ১.০ হেক্টর যার মধ্যে ০.৩৪ হেক্টর জলাতয়নের মোট ০৪ (চার) টি মিনি পুকুর রয়েছে।

হ্যাচারি

:

হ্যাচারিতে ০১ টি সার্কুলার ট্যাংক, ০৫ টি কংক্রিটের তৈরী ইনকিউবেশন জার এবং ০২ টি কংক্রিট সিষ্টার্ন রয়েছে।

অন্যান্য স্থাপনা

:

খামারের একটি টিনশেড হ্যাচারি কাম অফিস ভবন রয়েছে। এ ছাড়াও একটি গার্ড শেড, পাম্প হাউস ও ওভার হেড ট্যাংক রয়েছে।

জনবল

:

অত্র খামারে কোন জনবল নাই। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, নাগেশ্বরী, কুডিগ্রাম মিনি হ্যাচারির দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে অতিরিক্তি দায়িত্ব পালন করছেন।

২০২৩-২৪ অর্থ বছরে কার্যক্রম

:

কার্প মাছের রেনু উৎপাদন-৩০ কেজি

কার্প মাছের ৩-৮ সেমি পোনা উৎপাদন-৬০,০০০ টি

কার্প মাছের ১৩-১৫ সেমি পোনা উৎপাদন-৩০,০০০ টি